#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক পলকে হরেক খবরে সকলকে স্বাগত। জেলার দশ দিকের দশ বাছাই খবরের তাজা রাউন্ডআপ নিয়ে আমরা হাজির।
(১) বাঁকুড়া জেলা জুড়ে করোনার দাপট অব্যহত। এক দিনে ২৩ জন নুতন করে আক্রন্ত হলেন জেলায়। যা যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে জেলার স্বাস্থ্য দপ্তরের কর্তাদের কাছে। একদিনে যেখানে আক্রান্ত ২৩ জন সেখানে এই দিনেই সেরে উঠেছেন মাত্র ৬ জন। আর জেলায় সক্রিয় আক্রান্ত মোট ৯১ জন। এপর্যন্ত জেলায় মোট সেরে উঠেছেন ৩৩৪ জন। আর মোট আক্রান্ত ৪২৫ জন। স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জেলায় মৃত্যুর কোন ঘটনা নেই বলেই দাবী করা হয়েছে। এই তথ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে ২২জুলাইয়ের নিরিখে দেওয়া হয়েছে।
(২) জেলায় ফের বৃষ্টির ভ্রুকুটি! হাওয়া অফিস জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা গোরক্ষপুর,গয়া,বাঁকুড়া,
কলকাতা হয়ে উত্তর বঙ্গোপসাগরে মিশেছে।ফলে বাঁকুড়া জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে দিন কয়েক। এর ওপর বাংলাদেশের ওপর থাকা একটি ঘুর্ণাবর্ত এই বৃষ্টি পাতে ইন্ধন যোগাচ্ছে।(৩)এদিকে,বৃহস্পতিবারের বৃষ্টিতেই শহরের বেশ কিছু এলাকা জল মগ্ন হয়ে পড়ে।ফের বৃষ্টি হলে এই এলাকার বাসিন্দাদের ভোগান্তি চরমে উঠবে বলে আশঙ্কা করছেন তারা। বাঁকুড়া পুর শহরের ভৈরবস্থান, কমরার মাঠ,রামপুর, পাঠকপাড়া,সার্কাস ময়দান,লালবাজার মাঝি পাড়া,উদিচি পল্লী সহ অপেক্ষাকৃত নীচু এলাকায় বেহাল নিকাশির জন্য জল দাঁড়িয়ে যায়।
(৪) আজ ভোর থেকে টানা কয়েক ঘন্টার চেষ্টায় বৃষ্টিতে রাস্তার ওপর ভেঙ্গে পড়া বিশাল গাছ হটাল জেলার সিভিল ডিফেন্স টিম। শহরের লোকপুরের প্রশাসনিক ভবন সংলগ্ন রাস্তার ওপর গাছ পড়ে ঘটে এই বিপত্তি। সিভিল ডিফেন্স টিমের ৮ সদস্য সুব্রত বন্দ্যোপাধ্যায়, পুরাণ বাউরী,দীনেশ পাল,লাল্টু পাল,সুজিত পাল,প্রসেনজিৎ মন্ডল,সুজিত পাল, সুমন্ত ঘোষ,দিব্যেন্দু গোস্বামী এই গাছ হটানোর কাজে সামিল হয়েছিলেন।
(৫)এদিকে,বৃষ্টিপাতের ফলে জল স্তর খানিক বেড়েছে মুকুটমণিপুর জলাধারে। আমন চাষের জন্য টানা ১৫ দিন ধরে কংসাবতী ক্যানেলে প্রতিদিন চার হাজার কিউসেক করেজল ছাড়া হবে বলে কংসাবতী সেচ দপ্তর সুত্রে জানা গেছে। ফলে এই প্রকল্পের সেচ সেবিত এলাকার চাষীরা উপকৃত হবেন।
(৬) শনিবারের লকডাউন রাজ্য সরকারের ছুটির দিন হওয়ায় এদিন অনেকটাই চাও কমবে জেলা পুলিশের ওপর। তবে কিছু বেয়াদপ লোকজনের লকডাউন ভেঙ্গে পথে,ঘাটে দাপিয়ে বেড়ানোর প্রবণতা কমছে না। তাই এদের শায়েস্তা করতে আরো কড়া হাতে মোকাবিলা করতে শনিবার পথে নামবে জেলা পুলিশ। পাশাপাশি, শহর থেকে জঙ্গল মহল সর্বত্র রাস্তার জংশন সীল করা হবে শনিবারও।
(৭) বৃহস্পতিবার লকডাউনের জন্য বন্ধ ছিল এক্তেশ্বর মন্দির। একই ভাবে শনিবারও সপ্তাহের দ্বিতীয় লকডাউনের দিনও মন্দিরে ভক্তদের পুজো দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। তা মন্দিররে নোটিশ দিয়ে ও সোস্যাল মিডিয়াতে জানিয়েও দিয়েছে মন্দির পরিচালন কমিটি।
(৮)বৃষ্টিতে উপচে পড়ছিল ড্রেনের জল।আর জঙল থেকে বের হয়ে সেই ড্রেনে ভেসে শহরে হিয়ে উঠল একটি ময়াল সাপ। জেলার সোনামুখী পুর শহরের ৮ নাম্বার ওয়ার্ডের ঘটনা। বন দপ্তর সাপটিকে খাঁচা বন্দি করে। এবং প্রাথমিক চিকিৎসার পর সপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
(৯)কেন্দ্রীয় সরকারের রেল ও স্টেশন বেসরকারি করণের প্রতিবাদে শুক্রবার সকালে বাঁকুড়া রেল স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাল কেন্দ্রীয় ট্রেড ইউনিউন সমূহ। জেলার নেতারা বিক্ষোভ সভায় বক্তব্য রাখার পাশাপাশি এই ইস্যুতে স্মারকলিপিও দেন।
(১০)করোনা পরিস্থিতিতে রাজ্যে তিন মাসের বিদ্যুতের বিল মুকুব করা এবং ত্রৈমাসিক বিদ্যুৎ বিলের পরিবর্তে প্রতিমাসে ব