এক পলকে দেখে নিন বাঁকুড়া জেলার দশদিকের দশ খবরের তাজা আপডেট।

Bankura24x7 2020-06-23

Views 175

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (১) আজ শুভ রথ যাত্রা। কিন্তু করোনা আবহে এবছর সারা জেলা জুড়েই রথের শোভা যাত্রা বন্ধ থাকছে। বন্ধ থাকছে রথ পরিক্রমাও। পাশাপাশি, জেলার বিভিন্ন জায়গায় রথের মেলাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রথ উৎসব কমিটি গুলি। তবে, সর্বত্রই ধর্মীয় পরম্পরা মেনে রথের পুজো ও বিগ্রহ চড়ানোর রিতী পালন করা হবে নিষ্ঠার সাথে।
(২) করোনা আক্রান্তের নিরিখে ডাবল সেঞ্চুরি করল জেলা। জেলার মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০১। এই হিসেব ২১ জুনের। এইদিন পর্যন্ত জেলায় করোনা থেকে সেরে ওঠারও হার অবশ্য আশাব্যঞ্জক। মোট সেরে ওঠার সংখ্যা ১৪৫ জন। যার মধ্যে ২১ জুন ছাড়া পান একসাথে ৬ জন। আর জেলায় সক্রিয় আক্রান্ত রয়েছেন ৫২ জন। তবে মৃত্যুর কোন ঘটনা নেই জেলায়।
(৩) জেলার বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই স্বাস্থ্য জেলায় করোনা মোকাবিলার পাশাপাশি বর্ষার মরসুমে ডেঙ্গুর সহ অন্যান্য পতঙ্গবাহিত রোগের নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হল। সোমবার জেলার স্বাস্থ্য কর্মীদের সাথে মাসিক রুটিন বৈঠকে এই বিষয়ে আলোচনা সারেন জেলার স্বাস্থ্য কর্তারা বলে জানা গেছে।
(৪) রাজ্যে করোনার থাবা আর আমফানের আস্ফালনে বিপর্যস্ত মানুষের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১ হাজার ১০১ টাকা দান করলেন শহরের কেঠারডাঙ্গা এলাকার গৃহবধূ দীপালী কুন্ডু। তিনি বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপার মাধ্যমে এই টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেন। তার এই উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন বিধায়ক শম্পা দরিপা। কুর্নিশ জানাচ্ছি আমরাও।
(৫) ছাতনার এথ্যানি গ্রামে স্বামী,ভাসুর ও শ্বাশুড়ি মিলে এক গৃহবধুকে মেরে বসত বাড়ীর পাশের কুয়োতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। এই তিন জনকেই গ্রেপ্তার করল পুলিশ। তাদের আজ বাঁকুড়া আদালতে তোলা হবে। মৃত গৃহবধুর বাবা গৌরাঙ্গ ঘরের লিখিত অভিযোগের ভিত্তিতে, এদের গ্রেপ্তার করে ছাতনা থানার পুলিশ। পুরুলিয়া জেলার রঘুনাথপুরের বাসিন্দা অপর্ণা দেবীর সাথে ছাতনার হারাধন লায়েকের বিয়ে হয় ২০১৯ সালের ৭ ই মার্চ। তার পর থেকেই শ্বশুর বাড়ির লোক অত্যাচার চালাত।গৌরাঙ্গ বাবুর অভিযোগ, তারাই অপর্ণাকে কুয়োই মেরে ফেলে দিয়েছে। মৃত অপর্ণার ২১ দিনের একটি সন্তানও রয়েছে।
(৬) এবার মন্ত্রীর গড়ে হানা সাংসদ তথা রাজ্যের বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁয়ের। রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরার বিধানসভা কোতুলপুরে তৃণমুল ও সিপিএম ভাঙ্গিয়ে প্রায় ৭০০ জনকে বিজেপিতে যোগদান করালেন। পাশাপাশি, সোনামুখী ও বিষ্ণুপুর বিধানসভা এলাকার থেকেও হাজারের বেশী বিরোধী শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এদিন, কোতুলপুরের বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরাকে 'হাফ প্যান্ট" মন্ত্রী বলে কটাক্ষও করেন সৌমিত্র খাঁ। পাশাপাশি, সোনামুখীতে সাংসদ সৌমিত্র খাঁকে দেখা গেল রাস্তার ভিড় সামাল দিতে ট্রাফিকের কাজে নামতেও। তিনি নিজে হাত লাগিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করে নজরও কাড়েন এদিন।
(৭) গত বছর ২২ জুন পাত্রসায়রের কাঁকরডাঙ্গায় গুলিবিদ্ধ হন বিজেপ কর্মী তাপস বাউরী ও টুলু প্রসাদ খাঁ সহ অষ্টম শ্রেণির ছাত্র সৌমেন বাউরী। এই ঘটনার বর্ষপূর্তিতে গুলিবিদ্ধ হওয়া তিন জনের বাড়ি গিয়ে সমবেদনা জানালেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি হরকালী প্রতিহার, দলের জাতীয় কাউন্সিল সদস্য স্বপন ঘোষ প্রমুখ।
(৮) বাঁকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে চিনের আগ্রাসনের প্রতিবাদে এবং বীর শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপনে লালবাজার হিন্দু স্কুল থেকে মাচানতলা পর্যন্ত মোমবাতি মিছিলের আয়োজন করা হয় শহরের যুব তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি জেলা পরিষদের পূর্ত ও পর

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS