এক নজরে দেখে নিন জেলার ১০ দিকের ১০ বাছাই খবরের আপডেট।

Bankura24x7 2020-06-30

Views 97

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক নজরে দেখে নিন জেলার ১০ দিকের বাছাই ১০ খবরের আপডেট :
(১) জেলায় নুতন করে করোনা আক্রান্ত হলেন মাত্র একজন।ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪২। এদিকে, নুতন করে সেরে ওঠারও কোন খবর নেই। তাই মোট সেরে ওঠার সংখ্যাও থমকে আছে ১৮৯ জনেই। আর এখনও সক্রিয় আক্রান্ত রয়েছেন ৫৩ জন। তবে জেলায় মৃত্যুর কোন খবর নেই। ২৮ জুনের নিরিখে সোমবার প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
(২) 'আমি চলে যাচ্ছি'- ফেসবুকে এই পোস্ট করেই আত্মঘাতী হল এক যুবক। ।সোমবার দুপুরে ফেসবুক পোস্ট করার ঠিক পরেই বড়জোড়ার পুরোনো বাজার এলাকায় নিজের বাড়ি থেকে উদ্ধার হয় মিলন সিংহ (২৫) নামে এই যুবকের ঝুলন্ত মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারনা মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছে মিলন।
(৩) নদীর মধ্যে হেঁটে পারাপারের সময় জলের তোড়ে বেসামাল হয়ে শিলাবতী নদীতে তলিয়ে প্রান হারালেন দুই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে জেলার হীড়বাঁধ থানার বেঞ্জটাবনি গ্রামে। মৃত দুই বৃদ্ধা হলেন নারায়ণী বাউরী (৭০) ও কাঞ্চনবালা বাউরী (৬০)। তিল ঝাড়ার কাজে পাশ্ববর্তী ইন্দপুরের রঘুনাথপুর গ্রামে নদী পেরিয়ে যাওয়ার সময় ঘটে এই দূর্ঘটনা। পুলিশ নৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
(৪) দলের তোলা অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যে এমনটা দাবী করে এবার সরব হলেন যুব তৃণমূল নেতা তাপস সুর। করোনা আবহে রেশন ও ত্রান নিয়ে দলবাজী এবং প্রশাসনিক কাজে হহস্তক্ষেপ করার কাজে অভিযুক্ত তালডাংরা ব্লক যুব তৃণমূল সভাপতি তাপস সুর দলের শোকজ লেটারের উত্তর দিলেও এই ইস্যুতে দলকে একহাত নেন। প্রসঙ্গত জেলার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, পার্থ প্রতিম সিংহ ও তাপস সুর এই তিন নেতাকে দুদিন আগে শোকজ করে দল।
(৫)জেলায় দলবদলের হিড়িক অব্যাহত। এবার তালডাংরা ব্লকে সিপিএমের যুব শাখা ডিওয়াইএফআই ছেড়ে এ পিন্টু লায়েক, উত্তম কিস্কু , ভোলানাথ হেমব্রম, কার্তিক লোহারের নেতৃত্বে তাদের অনুগামী সহ প্রায় সাড়ে চারশো পরিবার অনানুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
(৬) জঙ্গলমহলে এবার আদিবাসীদের পাশাপাশি সংখ্যালঘু সেলকে সক্রিয়।করার কাজে জোর দিল জেলা তৃণমূল। আজ এই উদ্যেশ্য নিয়ে খাতড়ায় সোমবার মিটিংও সারলেন জেলা নেতৃত্ব। রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা, সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মু, বিধায়ক জ্যোৎস্না মান্ডি,সংখ্যা লঘু সেলের সভাপতি হাবিবুর রহমান, জয়ন্ত মিত্র সহ অন্যান্য নেতারা এই মিটিংএ অংশ নেন।
(৭) ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ সম্পর্কে দলের জন প্রতিনিধিদের পাঠ দিতে এবার ব্লকে,ব্লকে সম্মেলণের কর্মসুচী নিল বাঁকুড়া জেলা তৃণমূল।জেলার গঙ্গাজলঘাটির অমরকাননে আয়োজিত এই পঞ্চায়েত রাজ সম্মেলনে পঞ্চায়েতের কাজকর্ম, ও তা পরিচালনার নানা বিষয়ে আলোকপাত করেন জিলা পরিষদের সহ সভাধিপতি তথা বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূললের সভাপতি শুভাশিস বটব্যাল।মুলত ২০২১ এর বিধানসভার আগে গ্রামে,গ্রামে দলের ওপর আম জনতার আস্থা ফেরাতে এবার পঞ্চায়েতের জন প্রতিনিধিদের খোল নলচে বদলে তাদের জন ভিত্তি বাড়াতেই এই কৌশল নিয়েছে তৃণমূল বলে মনে করা হচ্ছে।
(৮) মালিয়াড়া গ্রামে স্যানিটাইজেশন কর্মসুচীতে যোগ দিলেন বিধায়ক সুজিত চক্রবর্তী। স্থানীয় এসএফআই,ডিওয়াইএফআই,ও এবিপিটিএর উদ্যোগে সোমবার এই স্যানিটাইজেশন কর্মসুচীর পাশাপাশি এলাকার অসহায় ১৭০ জন মানুষের হাতে খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয়।
(৯) ভিসন অফ তালডাংরা ক্লাবের উদ্যোগে চীনের সাথে লড়াইয়ে শহীদ২০ জন বীর জওয়ানদের স্মৃতিতে সোমবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় নজরুল মঞ্চে এই রক্তদান শিবিরে যুবদের মধ্যেও রক্ত দানে আগ্রহ ছিল চোখে পড়ার

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS