(১) শহরের স্কুলডাঙ্গার হাটমহাতপ লেনে সংলগ্ন লজের আবাসিক করোনা আক্রান্ত দম্পতিকে চিকিৎসার জন্য জেলার ওন্দা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে। অন্যদিকে, এই দম্পতির কোভিড পজেটিভ ধরা পড়ার পর আজ বিকেল থেকেই লজটি ১৪ দিনের জন্য সীল করে দিয়েছে পুরসভা বলে জানা গেছে।পাশাপাশি, এই দম্পতির নিবিড় সংস্পর্শে আসা লজকর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রসঙ্গত দিন সাত - আট আগে এই দম্পতি দিল্লী থেকে বাঁকুড়া ফেরেন। কিন্তু কমরার মাঠের নিজেদের বাড়ীতে তাদের পাড়ার লোক ঢুকতে বাধা দিলে তারা এই লজে রুম ভাড়া নিয়ে থকতেন।
(২) জেলায় একদিনে করোনা আক্রান্তের নিরিখে ৩২ গুন বেশী করোনা থেকে মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ী ফিরলেন। বুধবারের কোভিড বুলেটিন থেকে এমনটাই জানা গেছে। জেলায় ১৬ তারিখ নুতন আক্রান্তের সংখ্যা যেখানে মাত্র ১ জন সেখানে ওই দিন একসাথে সেরে উঠলেন ৩২ জন। এবং ১৭ তারিখ জেলায় আক্রান্তের কোনো খবর নেই। যার ফলে জেলায় মোট সেরে ওঠার সংখ্যা দাঁড়াল১২০। পাশাপাশি, মোট আক্রান্ত হয়েছেন১৮৩ জন। এবং জেলায় বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৩। জেলায় এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা নেই বলে আজ স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে।
(৩) করোনার সংক্রমণ ঠেকাতে জেলার বিভিন্ন সরকারি অফিস গুলিতেও নিয়মিত সানিট্যাইজড করার ওপর জোর দিয়েছে জেলা প্রশাসন। দমকল,পুরসভা এবং সিভিল ডিফেন্স টিম এই কাজে অংশ নিচ্ছেন।
(৪) উপসর্গহীন করোনা আক্রান্তদের জন্য জেলার তিন মহকুমায় সেফহোম গড়ছে স্বাস্থ্য দপ্তর। খাতড়া মহকুমার জন্য খাতড়ার স্পোর্টস কমপ্লেক্সে ১০০ জন, বাঁকুড়া সদরের জন্য ছাতনার শুশুনিয়া যুব আবাসে ৪০ জন ও বিষ্ণুপুর মহকুমার জন্য বিষ্ণুপুর লালগড়ের একটি সরকারি ভবনে ৬০ জনকে রাখার পরিকাঠামো প্রাথমিকভাবে গড়ে তোলা হচ্ছে। বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেন বলেন রাজ্য থেকে নির্দেশ আসার সাথে,সাথে জেলায় এই সেফ হোম গড়ে তোলার কাজ শুরু হয়েছে। সেখানে শীঘ্রই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা কাজে যোগ দেবেন।
(৫) রেশনের আটার অবৈধ কারবার চালানোর দায়ে গ্রেপ্তার হলেন মাবিয়া গায়েন নামে এক ব্যক্তি। তাকে আজ গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। প্রসঙ্গত পাচারের পথে আটক করা আটা বোঝাই গাড়ীর সুত্র ধরে প্রচুর পরিমান মজুত করা আটার খোঁজ পায় পুলিশ। বুধবার নাকা চেকিং চলা কালীন কোতুলপুর থানার পুলিশ বর্ধমান সীমানায় আটা বোঝাই পিক আপ ভ্যান আটক করে। এবং সেই সুত্র ধরে গোপীনাথপুর অঞ্চলের শালুকগাড়া গ্রামে ধৃত ব্যক্তিত বাড়ীতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমান মজুত করা আটার সন্ধান মেলে।এই ব্যক্তি রেশনের আটার প্যাকেট খুলে ফের নিজে প্যাকেট করে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন লাইন হোটেলে বিক্রি করত বলে জানা গেছে।
(৬) হাতির হানা জেলায় অব্যাহত। জেলার সোনামুখী থেকে ২৫ টি হাতির দল বড়জোড়া ও বেলিয়াতোড় জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। গতকাল রাতে মথুরডাঙ্গা থেকে শিশির বাউরী নামে এক বাইক আরোহী পাম্প থেকে তেল ভরে বাড়ী ফেরার পথে হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে তিনি বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।পাশাপাশি, হাতির দল মথুরডাঙ্গা ও বড়কুড়া গ্রামে তান্ডব চালিয়ে ১১ টি বাড়ী ভেঙ্গেছে।
(৭)দলবদলের খেলায় নামল বিজেপির শ্রমিক শাখা সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন। ইন্দাসে তারা প্রায় ৪০ জন টোটো চালককে তৃণমূল শ্রমিক সংগঠন থেকে নিজেদের সংগঠনে যোগ দেওয়ালেন। পাশাপাশি চিনের সাথে লড়াইয়ে শহীদ জওয়ানদের স্মৃতিতে এক রক্তদান শিবিরের আয়োজনও করা হয়। এই শিবিরে ১৫ জন মহি