কনটেইনমেন্ট জোন আপডেট : বাঁকুড়া জেলায় নুতন করে বাড়ল কনটেইনমেন্ট জোনের সংখ্যা। আজকের হিসেবে সব মিলিয়ে এই জোনের সংখ্যা দাঁড়াল ১৬ টি। যার মধ্যে বাঁকুড়া পুর এলাকায় রয়েছে ২ টি এবং বিষ্ণুপুর পুর এলাকায় আছে ১ টি জোন। বাকী ১৩ টি জোন রয়েছে গ্রামীণ এলাকায়। বাঁকুড়া পুর শহরের ৭ নাম্বার ওয়ার্ডের ফাঁসিডাঙ্গার পাশাপাশি ১৫ নাম্বার ওয়ার্ডের হরীতকী বাগান এলাকা রয়েছে। আছে দক্ষিন বঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস ডিপোও। অন্যদিকে, বিষ্ণুপুর পুর শহরের ১৪ নাম্বার ওয়ার্ডের গোপালগঞ্জ এলাকায় এক যৌন কর্মী কোভিড আক্রান্ত হওয়ায় এই এলাকা কনটাইনমেন্ট জোনে পড়ছে। এছাড়া, আঁচুড়ি,জগদল্লা,জুনবেদিয়া,কালপাথর, বড়জোড়ার পখন্না,খাতড়ারডান্না,বারিকুল,বিক্রমপুর,মটগোদা,ফুলকুসমা,বিক্রমপুর,ইন্দপুর,ইন্দাসের আকুই,
বিষ্ণুপুরের মড়ার,প্রভৃতি গ্রামীন এলাকার বিভিন্ন পল্লী রয়েছে। এই এলাকা গুলিতে কড়া ভাবে লকডাউন চলছে বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে। এদিকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ট্রিপল সেঞ্চুরি ছাড়িয়ে ৩০৩ পোঁছল। এর মধ্যে নুতন করে আক্রান্ত হলেন ৬ জন। নুতন করে ১০ জন আজ সেরে উঠেছেন। ফলে এপর্যন্ত মোট সেরে ওঠার সংখ্যা ২৪৬ জন।আর জেলায় সক্রিয় আক্রান্ত আছেন ৫৭ জন। গত কালের নিরিখে ১০ জুলাইয়ের কোভিড বুলেটিন থেকে এই তথ্য মিলেছে।