জেলায় একদিনে নুতন করে আক্রান্ত ৫৪ জন,সেরে ওঠার সংখ্যা ২২। তবে, বড়জোড়ায় দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

Bankura24x7 2020-08-01

Views 2

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক দিনেই করোনা আক্রান্ত হাফ সেঞ্চুরি টপকাল। জেলায় নুতন করে আক্রান্ত হলেন ৫৪ জন।ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩২ জন। তবে এরই মধ্যে ভালো খবর একদিনে করোনার সাথে যুদ্ধ জয় করে বাড়ীও ফিরলেন ২২ জন। ফলে এপর্যন্ত সারা জেলায় মোট সেরে ওঠার সংখ্যা দাঁড়াল ৪৩৪ জনে। এবং সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৯৮ জন। তা ৩০ জুলাইয়ে নিরিখে প্রকাশ করা শুক্রবারের স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিন থেকে জানা গেছে। এদিকে, বাঁকুড়া শহরের পাশাপাশি জঙ্গল মহলেও করোনার সংক্রমণের খবর মিলেছে। সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক স্বাস্থ্য কর্মীর করোনা আক্রান্তের পর এলাকায় আতঙ্ক ছড়ায়। এই কর্মীর সংস্পর্শে আসা অন্যান্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে, আজ সারেঙ্গা ব্লক অফিস সহ কিছু এলাকায় দমকল বাহিনী স্যানিটাইজড করে। অন্যদিকে, বাঁকুড়ার ময়রা,বাঁধের এক বাসিন্দা বড়জোড়ায় কর্মরত। তিনি করোনা আক্রান্ত হওয়ায় ময়রা,বাঁধ বাজার লকডাউন রাখার সিদ্ধান্ত নেয় স্থানীয় ব্যবসায়ীরা। এদিকে, জেলার বড়জোড়ায় রাজ্য সসস্ত্র বাহিনীর ও আই,আর,বির ব্যাটেলিয়ান ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে আজ নুতন করে ৪২ জন আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। ফলে এই কদিনে এই ব্লকেই মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৭ জন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS