গাছ থেকে উদ্ধার প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ,ছাতনার বেড়িয়াথোল গ্রামে চাঞ্চল্য।

Bankura24x7 2022-06-05

Views 1

বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : জঙ্গলের গাছে ঝুলন্ত প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ছাতনায়।রবিবার বেলা,দশটা নাগাদ স্থানীয় মানুষ জঙ্গলে এই যুগলের মৃতদেহ ঝুলতে দেখে ঝাটিপাহাড়ী ফাঁড়িতে খবর দেন।এর পর ছাতনা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে বাঁকুড়া মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,ঝাটিপাহাড়ীর আনন্দবাজার এলাকার বাসিন্দা বছর ১৯ এর যুবক বাপ্পা বাউরীর সাথে পাশের গ্রামের বছর ১৭ এর বর্ষা বাউরীর মধ্যে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। বর্ষার কাকু দশানন বাউরী বলেন এদিন বাড়ীতে কোন আশান্তি হয় নি।অন্যান্য দিনের মতো এদিনও প্রাইভেট টিউশন পড়ে বাড়ি থেকে পুকুর যাচ্ছি বলে গামছা সাথে নিয়ে বের হয়।বাড়ী না ফেরায় তিনি খোঁজাখুজিও শুরু করেদেন। তারই ফাঁকে মোবাইলে এই মৃত্যুর খবর আসে। তার ধারনা প্রেম ঘটিত করণেই ভাইজী এমন কান্ড করে বসেছে।
এদিকে,ছাতনা থানা সুত্রে জানা গেছে এই যুগলের মৃত্যুর ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ছাতনা থানার পুলিশ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS