বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :বাঁকুড়া শহরের পাটপুরে একটি বাড়ী থেকে উদ্ধার হল এক মহিলা পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ। এই বাড়ীতেই ভাড়া থাকতেন সুজাতা সাহু নামে এই পুলিশ কর্মী। তিনি জেলা পুলিশের সি,আই সদরের অফিসে কর্মরত ছিলেন। প্রায় আট বছর ধরে তিনি পুলিশে কাজ করছেন। এই বাড়ীতে ভাড়া এসেছেন মাস দুয়েক। অবিবাহিত সুজাতা দেবী একাই থাকতেন। কেন এমন করে বসলেন তা বাড়ীওয়ালা বা প্রতিবেশীরা বুঝে উঠতে পারছেন না। গত কাল অবশ্য ডিউটিতে যান নি তিনি। আজ সকালে তার খোঁজ করতে এসে সহকর্মীরা জানালা দিয়ে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এরপর বাঁকুড়া সদর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। সুজাতা দেবীর বাড়ী খাতড়া মহকুমার রাইপুরে বলে জানিয়েছে পুলিশ। এটি সের্ফ আত্মহত্যার ঘটনা না অন্য কোন কারণ রয়েছে এই মৃত্যুর ঘটনার নেপথ্যে তা খতিয়ে দেখছে পুলিশ।