মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) “মুসলিম সন্ত্রাসবাদী” বললেন যোগীর রাজ্যের সংসদীয় মন্ত্রী আনন্দস্বরূপ শুক্ল (Anand Swaroop Shukla)। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর মমতাকে বাংলাদেশে আশ্রয় নিতে হবে। একথাও বলেন তিনি। তাঁর অভিযোগ, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতীয়ত্বে বিশ্বাস করেন না। তিনি হিন্দু দেবদেবীদের সর্বদা অপমান করেন। তিনি একজন মুসলিম সন্ত্রাসবাদী। মন্দির ভাঙার লক্ষ্যে কাজ করেন। বাংলাদেশের নির্দেশে এসব করে চলেছেন তিনি। যেসব মুসলিম ভারত মাতা কি জয় এবং বন্দেমাতরম বলবে তাদের দেশের তরফে সম্মান জানানো হবে।” রাজ্যের ভোটের দামামা বেজে গিয়েছে, ক্ষমতা দখলের লড়াইয়ে ময়দানে কোমর বেঁধে নেমেছে বিজেপি (BJP)। তৃণমূল ছেড়ে দলে দলে হেভিওয়েট নেতা-মন্ত্রীরা যোগ দিচ্ছেন বিজেপিতে, হাল ধরার লড়াইয়ে যোগ্য সঙ্গ দিচ্ছে তৃণমূল কংগ্রেসও।