২৬ ফেব্রুয়ারি, বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। ঠিক তার আগেই মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে শুরু হল পুজো, মন্ত্রপাঠ, যজ্ঞ। মমতা ব্যানার্জির বাড়ির কনফারেন্স হলে ঘট পেতে পুজো হচ্ছে জগন্নাথ দেবের। মাননীয়ার বাড়ির পুজোয় প্রধান পুরোহিত হিসেবে রয়েছেন জগন্নাথ মন্দিরের সেবায়েত জগন্নাথ দ্বৈতাপতি। সাম্প্রতিত কালে মমতা ব্যানার্জি ছাড়াও অতীন ঘোষ, মদন মিত্র, অরূপ বিশ্বাস-সহ তৃণমূলের নেতানেত্রীরাও বেশ ভরসা করেন জগন্নাথ দ্বৈতাপতিকে। পুজোর স্থানে বসে থাকতে দেখা গিয়েছে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি এবং ভাই বাবুন ব্যানার্জি। নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই প্রার্থী তালিকা প্রকাশিত হবে তৃণমূল কংগ্রেসের তরফে। রাজনৈতিক বিশ্লেষকদের মত, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে দলের মঙ্গল কামনায় পুজো করছেন মমতা ব্যানার্জি। যদিও এই প্রসঙ্গে দল কিংবা দিদির বাড়ির তরফে কোনও মন্তব্য প্রকাশ করা হয়নি। তবে মমতা ব্যানার্জির বাড়িতে হামেশাই পুজোআর্চা লেগেই থাকেস তবে ভোট ঘোষণার আগে এই ঘটনাটি নজর কেড়েছে রাজনৈতিক মহলে।