সিরিয়া সরকারের বিরুদ্ধে নতুন করে রাসায়নিক হামলা চালানোর অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট। মার্কিন উর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতেরর নিয়মিত সংবাদ সম্মেলনেও তেমন ইঙ্গিত দেয়া হয়। এর মধ্যেই পূর্ব ঘৌটার বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সিরীয় বাহিনীর হামলায় চারদিনে ২শ' ৪০ জন বেসামিরক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংগঠন।