TMC Martyrs Day : জেলায় জেলায় একুশের প্রস্তুতি, থাকা-খাওয়ার ব্যবস্থা, হেল্প ডেস্ক। Bangla News

ABP Ananda 2022-07-20

Views 77

জেলায় জেলায় একুশের প্রস্তুতি। বিভিন্ন জেলাতে তৈরি হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের থাকার জায়গা। খোলা হয়েছে হেল্প ডেস্ক। পাশাপাশি রাজ্যের সমস্ত জেলা থেকে ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বড়বাজার, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেন্ট্রাল পার্ক সহ একাধিক জায়গায় তাঁদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। প্রসঙ্গত, দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ।  তার আগে  চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকালই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS