এই মাত্র পাওয়া: পাক-চীন যৌথ বিমান মহড়া-যুদ্ধের আশংকা ভারতের-আমেরিকান গ্যাংস্টারদের বশে আনব: উ.কোরিয়া

Views 6

# পাক-চীন যৌথ বিমান মহড়া ওয়াশিংটনকে কী বার্তা দিচ্ছে?
পাকিস্তান ও চীন যৌথ বিমান মহড়া শুরু করেছে। এই যৌথ মহড়া এমন সময় শুরু হল যখন পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ চীন সফর করছেন।

প্রশিক্ষণমূলক এই যৌথ বিমান মহড়ায় অংশ নিচ্ছে চীনের জি-১১, জি এইচ-৭ বোমারু বিমান এবং কে.জি-২০০ অ্যাওয়াক্স সামরিক বিমানসহ নানা ধরনের জঙ্গি বিমান। এ ছাড়াও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য নানা ক্ষেপণাস্ত্র ইউনিটও এই মহড়ায় ব্যবহার করছে বেইজিং। ২০১৭-০৯-০৯
# ‘আমেরিকান গ্যাংস্টারদের’ বশে আনব: উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যদি জাতিসংঘের মাধ্যমে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা কঠোর করার প্রচেষ্টা অব্যাহত রাখে তাহলে ওয়াশিংটনকে ‘কঠোরতম দুঃখ-কষ্ট’ ভোগ করতে হবে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (সোমবার) সকালে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, পিয়ংইয়ং-বিরোধী মার্কিন শত্রুতামূলক তৎপরতা চলতে থাকলে উত্তর কোরিয়া এত বেশি কঠোর পদক্ষেপ নেবে যা আমেরিকার জন্য কল্পনা করাও দুঃসাধ্য। বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করে বলা হয়, উত্তর কোরিয়া ‘মার্কিন গ্যাংস্টারদের’ বশে এনে ছাড়বে।২০১৭-০৯-১১
# ‘উ. কোরিয়ার সঙ্গে যুদ্ধের আশংকা, লন্ডনে হতে পারে ক্ষেপণাস্ত্র হামলা’
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালোন বলেছেন, পরমাণু অস্ত্রধর উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের মারাত্মক আশংকা রয়েছে। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র লন্ডনের ওপর পড়তে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এ হুঁশিয়ারির বিষয়ে যুক্তি দিতে যেয়ে তিনি বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা ক্রমেই বাড়ছে।২০১৭-০৯-১১
# ‘চীন-পাকিস্তানের সঙ্গে একযোগে ২ ফ্রন্টে যুদ্ধের আশংকা করছে ভারত’
চীন এবং পাকিস্তানের সঙ্গে একযোগে দুই ফ্রন্টে যুদ্ধের আশংকা নাকচ করেননি ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এ ছাড়া, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বা পরমাণুঅস্ত্রধর প্রতিবেশীদের মধ্যে যুদ্ধ হতে পারে না বলে প্রচলিত কথাও নাকচ করে দেন তিনি।২০১৭-০৯-০৭

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS