হেফাজতে নেওয়ার পর কোর্টে হাজির করিয়ে ৬ দিনের ইডি হেফাজত নেওয়া হল অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে। কিন্তু এদিন আদালতেও ইডির দাবি, অনুব্রত মণ্ডলের নামে একাধিক ভুয়ো কোম্পানি খোলার ক্ষেত্রে অন্যতম মূল পাণ্ডা মণীশ কোঠারিই। যদিও এদিন কোর্টরুমের বাইরে কাঁদতে কাঁদতে মণীশ বললেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়াই তার ভুল হয়েছএ