গরুপাচারকাণ্ডে গ্রেফতার, ১০ দিনের সিবিআই হেফাজতে অনুব্রত। জামিনের আর্জিই জানালেন না আইনজীবী। সকালে বোলপুরে গ্রেফতার। বিকেলে আসানসোলে আদালতে পেশ। গভীররাতে অনুব্রতকে আনা হল কলকাতায়।রাখা হয়েছে নিজাম প্যালেসে। লুকোচুরি খেলেও গ্রেফতারি এড়াতে পারলেন না অনুব্রত। সাতসকালে বাড়ি ঘিরে তুলে আনল সিবিআই। অ্যারেস্ট মেমোয় সই করলেন দেহরক্ষী। সিবিআইয়ের হাতে গ্রেফতার হতেই উধাও দাপট। দোর্দন্ডপ্রতাপ নেতার চোখে জল। বারবার ৯বার সমনে গরহাজির। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার অনুব্রত।