১১ ও ১২ জুন, ২০২২ ইংরেজি তারিখ, শনি ও রবিবার। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত, নৈহাটি রেলওয়ে স্টেশনের পার্শ্বাস্থিত, রেলওয়ে কমিউনিটি হলের মধ্যে অনুষ্ঠিত। "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন" আয়োজিত, প্রথমতম "এ.বি.এস.কে.এ" রাজ্য ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠান মঞ্চে। অনুষ্ঠানের প্রথম দিবস, অর্থাৎ ১১ জুন ২০২২ ইংরেজি তারিখ শনিবার। জাতীয় ক্যারাটে ক্রীড়া সংগঠনের সাধারণসম্পাদক, শিহান রাজনেস চৌধুরী ও রাজ্য ক্যারাটে ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক শিহান, দেবাশিস মন্ডলের সাথে সাংবাদিক সম্মেলনে, আমি কোচবিহার জেলা ক্যারাটে ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক, সেন্সি বিক্রমাদিত্য বর্মন।
#Karate #sports #news