জাতীয় মানের খ্যাতনামা প্রসিদ্ধ সম্পন্ন ক্যারাটে প্রশিক্ষক তথা, "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে-ডু-ফেডারেশনের" সাধারণ সম্পাদক, শ্রীমান বিক্রমাদিত্য বর্মনে, ক্যারাটে প্রসঙ্গে কিছু বিশেষ বক্তব্য ।

Views 25

"অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে-ডু-ফেডারেশন" পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ঐতিহ্যশালী রাজ্য স্তরীয় ক্যারাটে ক্রীড়া মহা সংগঠন। এই ক্যারাটে ক্রীড়া মহা সংগঠন সকলেরই একটি বিশ্বস্ত ও ভরসাযোগ্য নির্ভরশীলতার ক্যারাটে ক্রীড়া মহা সংগঠন। তাই সকলে আসুন এবং আমাদের এই ক্যারাটে ক্রীড়া মহা সংগঠনের যুক্ত হন ও নিজেদেরকে সু-প্রতিষ্ঠিত করে গড়ে তুলুন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা www.abskfwbind.org এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের যাবতীয় তথ্য পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS