এবার একটি ভয়াবহ ভিডিয়ো প্রকাশ্যে এল চিন থেকে। যেখানে একটি বিলাসবহুল টেসলার গাড়িকে পার্ক করাতে যান তার চালক। গাড়ি পার্ক করার পরিবর্তে সেটি প্রচণ্ড গতিতে ছুটতে শুরু করে। টেলসার গাড়িটি প্রচণ্ড গতিতে ছুটতে শুরু করায়, মাঝ রাস্তায় সেটি পরপর ৩ জনকে ধাক্কা দেয়। যার মধ্যে রয়েছে এক স্কুল পড়ুয়াও।