বোলপুরে আরও এক রাইস মিলে সিবিআই। সোয়া চার ঘণ্টার তল্লাশি। উদ্ধার নথি। মিলের মালিকানা নিয়ে ধন্দ। সরকারি প্রকল্পের জন্য যেত অতি নিম্নমানের চাল, অভিযোগ প্রাক্তন কর্মীর। বুধবার অনুব্রতকে আদালতে তোলার আগে, দেহরক্ষী সায়গলের বোলপুরের ফ্ল্যাটে তৃতীয়বার সিবিআই। সঙ্গে ব্যাঙ্ক আধিকারিক। অ্যাক্সিস ব্যাঙ্কে গিয়েও খোঁজ। নজর ৭টি ব্যাঙ্কের ১৮টি অ্যাকাউন্টে।