গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির আত্মবিশ্বাস বেড়েছে বলে জানালেন অনুব্রতর আইনজীবী। রবিবার অনুব্রতর পাশে দাঁড়ালেও পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনও মন্তব্য করেননি তৃণমূলনেত্রী। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।