মানিক ভট্টাচার্যকে টাকা দেননি, তাই হয়ত চাকরি বাতিল হয়েছে। বাংলা এমন একটা রাজ্য হয়েছে, যেখানে টাকা না দিলে চাকরি হয় না। নিয়োগ-মামলায় আজ এমনই কড়া মন্তব্য করল হাইকোর্ট। যোগ দেওয়ার ৪ মাসের মধ্যেই কীভাবে চাকরি বাতিল হয়? নিয়ম না থাকলে কীভাবে নিয়োগ হল? প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।