সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গতকালের জেরায় অর্পিতা বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। বেশ কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছে তাঁকে। জেরা চলাকালীন অর্পিতা বারদুয়েক কেঁদেওছেন বলে ইডি সূত্রে দাবি। সূত্রের খবর, কাল রাতে পার্থ, অর্পিতা দু’জনেই ভাত, রুটি, মুসুর ডাল ও বেগুনের তরকারি খেয়েছেন। দীর্ঘ জেরাপর্বে পার্থ খেয়েছেন ক্রিম ক্র্যাকার বিস্কুট আর গ্রিন টি। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েওছেন। খবর ইডি সূত্রে।