জেলে অতিরিক্ত সুবিধা নিতে চান না পার্থ চট্টোপাধ্যায়। দাবি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের। সূত্রের খবর, পা ও কোমরে ব্যথা রয়েছে। কিন্তু জেল হাসপাতালে যেতে চাননি প্রাক্তন মন্ত্রী। গতকাল বিকেলে নিরাপত্তারক্ষীর সামনেই সেলের বাইরে পায়চারি করেন। আজ জেলে গিয়ে পার্থর সঙ্গে দেখা করার কথা তাঁর আইনজীবীর। অন্যদিকে, অর্পিতা মুখোপাধ্যায় আগের তুলনায় স্বাভাবিক। জেলে তাঁর নিয়মিত মেডিক্যাল টেস্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করছেন অর্পিতা। খবর সূত্রের।