Partha Arpita Interrogation: মুখোমুখি জেরায় অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার পার্থর, দাবি ইডি সূত্রে। Bangla News

ABP Ananda 2022-08-05

Views 392

মুখোমুখি জেরায় অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার পার্থর, দাবি ইডি সূত্রে। আপনি এঁকে চেনেন? জেরায় অর্পিতাকে দেখিয়ে প্রশ্ন ইডি-র, খবর সূত্রের। না, তেমনভাবে চিনি না, উত্তর দেন পার্থ, খবর সূত্রের। তাহলে কীভাবে চেনেন? প্রশ্ন করেন ইডি-র তদন্তকারীরা, খবর সূত্রের। মাঝে মাঝে দেখেছি, অনেকেই আসত, অর্পিতা প্রসঙ্গে দাবি পার্থর, খবর ইডি সূত্রে । উনি কি আপনার ক্লোজ? প্রশ্ন করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে, খবর সূত্রের। না...নাকতলার পুজোর সময় দেখেছি, উত্তর দেন পার্থ, খবর ইডি সূত্রে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS