SSC Scam: SSC দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে পার্থ-অর্পিতার আরও সম্পত্তি। Bangla News

ABP Ananda 2022-08-03

Views 368

SSC দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে পার্থ-অর্পিতার আরও সম্পত্তি। এবার শান্তিনিকতনের অপা-য় ইডি-র হানা। আজ সকালে কলকাতা থেকে ইডি-র ৬ গাড়ির কনভয় অপা-য় পৌঁছয়। কেয়ারটেকারের কাছ থেকে চাবি নিয়ে ভিতরে ঢোকেন ইডি-র তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় বেশ কিছু নথি। শান্তিনিকেতনের ওই বাড়িতে কারা আসতেন, সে সম্পর্কে কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক জায়গায় মাটি খোঁড়া থাকায় সেখানে শাবল দিয়ে ঠুকে দেখেন ইডি-র তদন্তকারীরা। মাটির তলায় কিছু লুকোনো থাকতে পারে, সন্দেহ ইডি-র। মাটি খুঁড়ে ভিতরে কী আছে দেখতে চাইছে ইডি, খবর সূত্রের

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS