‘টালিগঞ্জ ও বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। ’ইডি-র জেরায় বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের: সূত্র। ‘পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা এসে ফ্ল্যাটে টাকা রেখে যেত’। ‘টাকা রাখছে জানতাম, কত টাকা রাখা হচ্ছে জানতাম না’। ‘যে ঘরে টাকা থাকত, সেই ঘরে ঢোকার অনুমতি ছিল না’। ‘মাঝে মাঝে ফ্ল্যাটে আসতেন পার্থ চট্টোপাধ্যায়’। ‘পার্থ যখন সেই ঘরে ঢুকতেন, তখন আমি যেতাম না’। জেরায় বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের: সূত্র। অর্পিতাকে জেরা করেই বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি: সূত্র