SSC Scam: পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট মেমোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকা নিয়ে শুরু হয়েছে বাগযুদ্ধ

ABP Ananda 2022-07-25

Views 318

পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট মেমোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকা নিয়ে শুরু হয়েছে বাগযুদ্ধ। সূত্রের খবর, গ্রেফতারির সময় মুখ্যমন্ত্রীকে চারবার ফোন করেন শিল্পমন্ত্রী। আর এ নিয়েই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। জবাব দিয়েছে তৃণমূলও।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS