পেট্রল-ডিজেলের দাম কি আদৌ কমবে বাংলায়

EI Samay 2022-07-15

Views 9

জ্বালানির দামে সাধারণ মানুষের পকেটে চাপ ক্রমেই বাড়ছে। মহার্ঘ থেকে মহার্ঘতর হয়ে গিয়েছে পেট্রল-ডিজেল। কলকাতায় পেট্রলের দাম রয়েছে 105 টাকারও বেশিতে। তবে এবার জ্বালানির দাম কি কলকতায়া কমতে পারে? এ বিষয়ে আশা দেখাচ্ছে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম। চলতি সপ্তাহের বুধবারে অপরিশোধিত তেলের দাম নেমে গিয়েছিল 99 ডলারে। বৃহস্পতিবার দাম ছিল 100 ডলার। এরপর শুক্রবার ফের একবার সেই দাম রয়েছে 99 ডলারের কাছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS