বিদ্রোহী বিধায়কদের ওপর চাপ বাড়াচ্ছে মহারাষ্ট্রের উদ্ধব সরকার। সূত্রের খবর, ১৬ জন বিদ্রোহী বিধায়ককে আজই চিঠি পাঠাতে পারেন বিধানসভার ডেপুটি স্পিকার। সোমবারের মধ্যে চাওয়া হতে পারে চিঠির উত্তর। আগেই এই ১৬ জন বিদ্রোহী বিধায়ককে সাসপেন্ড করার দাবি জানিয়েছে শিবসেনা। এই পরিস্থিতিতে আজ শিবসেনার জাতীয় কর্মসমিতির বৈঠক। সূত্রের খবর, বৈঠকে বিদ্রোহীদের নেতা একনাথ শিণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি, শিবসেনার সংবিধান বদলের সম্ভাবনা।