মহারাষ্ট্রের (Maharastra) মসনদে কে? বিধায়কদের সঙ্গে নিয়ে শক্তি প্রদর্শন শিণ্ডের। গুয়াহাটি (Guwahati) গেলেন আরও ৫ বিধায়ক। উদ্ধবের বৈঠকে মাত্র ১৩ জন হাজির। সুরাতে (Surat) মধ্যস্থতাকারী হিসেবে যাওয়া বিধায়কও ‘বিদ্রোহী’! সক্রিয় বিজেপিও (BJP)। শাহ-জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন ফড়নবীশ।