মহারাষ্ট্রে জোট সরকারের পতন কি সময়ের অপেক্ষা? বিদ্রোহী একনাথ শিন্ডের সমর্থনে সই করে ৩৪ বিধায়কের প্রস্তাব। সঙ্কট পরিস্থিতি সামলাতে মহারাষ্ট্রে ছুটে গিয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা কমলনাথ। সেখানে পৌঁছেই তাঁর দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। এমনকি জোটে থাকা বিধায়কদের সঙ্গেও কথা বলেন বলে জানিয়েছেন কমলনাথ। আর এই বৈঠকের পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, বৈঠক হয়েছে।