অগ্নিপথ প্রকল্পের মাধ্যে ৪৬ হাজার সেনা নিয়োগ করা হবে। চলতি বছরেই সম্পূর্ণ করা হবে এই নিয়োগ। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে যাঁদের সেনা বাহিনীতে নিয়োগ করা হবে, তাঁরা ৪ বছর কাজ করবেন। ৪ বছর পর অবসরগ্রহণের পরও ওই সেনা কর্মীরা পেনশন পাবেন বলে জানানো হয় কেন্দ্রের তরফে। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন বিহারের যুবকরা।