Agnipath Protest: জ্বলছে ট্রেন, চুক্তিতে সেনা নিয়োগের প্রতিবাদে অগ্নিগর্ভ বিহার

LatestLY Bangla 2022-08-24

Views 0

অগ্নিপথ প্রকল্পের মাধ্যে ৪৬ হাজার সেনা নিয়োগ করা হবে। চলতি বছরেই সম্পূর্ণ করা হবে এই নিয়োগ। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে যাঁদের সেনা বাহিনীতে নিয়োগ করা হবে, তাঁরা ৪ বছর কাজ করবেন। ৪ বছর পর অবসরগ্রহণের পরও ওই সেনা কর্মীরা পেনশন পাবেন বলে জানানো হয় কেন্দ্রের তরফে। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন বিহারের যুবকরা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS