দেশের যুব সমাজ যাতে আরও বেশি করে সেনা বাহিনীতে আরও বেশি করে যোগ দেয়, তার জন্য নয়া যোজনা কেন্দ্রীয় সরকারের। অগ্নিপথ নামে এই প্রকল্পে যাঁরা যোগ দেবেন, তাঁদের অগ্নিবীর হিসেবে নামাঙ্কিত করা হবে। এমনই জানানো হল কেন্দ্রীয় সরকারের তরফে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে আজ এই প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।