ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) গভর্নিং কাউন্সিল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আসন্ন টুর্নামেন্টের জন্য দশটি দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। এবারের IPL টুর্নামেন্ট বিগত কয়েক বছরের তুলনায় যে আরও জমকালো হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ ইতিপূর্বে এই টুর্নামেন্ট আটটি দলের মধ্যে আয়োজন করা হলেও, এবার আরও দুটো নতুন দল যোগ দিয়েছে। ফলে লড়াই যে আরও মারকাটারি হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
বৃহস্পতিবারই ঘোষণা করে দেওয়া হয়েছিল যে আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে IPL টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে আগামী ২৯ মে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব জয় শাহ একটি বিবৃতিতে জানিয়েছেন, "মুম্বই এবং পুনে মিলিয়ে মোট চারটি স্টেডিয়ামে এবারের IPL টুর্নামেন্টের ৭০টি ম্যাচের আয়োজন করা হবে। তবে প্লে-অফের ম্যাচ কোথায় আয়োজন করা হবে, সেই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সেই ব্যাপারে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে।"