চেন্নাইতে বসেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১-র নিলামের আসর (IPL Auction 2021)। প্রতিটি দলই নিজেদের সামর্থ অনুযায়ী সেরা প্লেয়ারকে কিনেছে। এটা মিনি নিলাম, তাই অনেক দিকই মাথায় রাখতে হয়েছে দলগুলিকে। আইপিএল নিলামে যে দুটি দল সব থেকে বেশি অর্থ নিয়ে নেমেছিল- তারা হল কিংস ইলেভেন পাঞ্জাব (৫৩.২ কোটি) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩৫.৪ কোটি)। সব থেকে কম টাকা ছিল সাইরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হাতে। ১০.৭৫ কোটি হাতে নিয়ে প্লেয়ার কিনতে নেমেছিল দুটি দল। নিলামে কলকাতা নাইট রাইডার্স শাকিব অল হাসানকে (Shakib al Hasan) ৩.২ কোটি টাকা কিনেছে। এছাড়াও ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংকে (Harbhajan Singh) কিনেছে ২ কোটি টাকায়। বেন কাটিংকে ৭৫ লাখ টাকায় কিনেছে কেকেআর। এছাড়াও নাইট শিবিরে এসেছেন করুণ নায়ার, শেল্ডন জ্যাকসন, পবন নেগি, ভেঙ্কটেশ আইয়ার এবং বৈভব অরোরা। নিলামের আগে কেকেআর-র তালিকায় ১৭ জন খেলোয়াড় ছিল।