প্রয়াত বাংলার প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

EI Samay 2022-02-17

Views 59

প্রয়াত বাংলার প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত ২৪ জানুয়ারি তাঁকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়। করোনা আক্রান্ত হয়েই তিনি ভর্তি হন। তারপর একেরপর এক সমস্যা দেখা দিতে থাকে। তাঁর চিকিৎসার সাহায্যে এগিয়ে আসে রাজ্য সরকার। কিন্তু সব চেষ্টা করেও বাঁচানো গেল না কিংবদন্তীকে।

চিকিৎসক অজয়কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তাঁর। একই সঙ্গে তাঁর দেখভাল করছিলেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা। চিকিৎসকরা ক্রমাগত তাঁর শরীরের দিকে নজর রেখেছিলেন। শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় সুরজিতকে ভেন্টিলেশনে রাখার ব্যবস্থা করা হয়। সুরজিতের জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে বৈঠক হয়েছিল। সেখানে তিন প্রধানের কর্তারা ছাড়াও IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় ছিলেন। সেখানেই সুরজিতের জন্য মেডিক্যাল টিম গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া গত সপ্তাহে সুরজিতকে দেখতে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী।চিকিৎসক অজয়কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তাঁর। একই সঙ্গে তাঁর দেখভাল করছিলেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা। চিকিৎসকরা ক্রমাগত তাঁর শরীরের দিকে নজর রেখেছিলেন। শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় সুরজিতকে ভেন্টিলেশনে রাখার ব্যবস্থা করা হয়। সুরজিতের জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে বৈঠক হয়েছিল। সেখানে তিন প্রধানের কর্তারা ছাড়াও IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় ছিলেন। সেখানেই সুরজিতের জন্য মেডিক্যাল টিম গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া গত সপ্তাহে সুরজিতকে দেখতে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS