বছর ঘুরলেও কোভিড কাঁটা থেকে এখনই রেহাই নয়। জানুয়ারির প্রথম দিকে সংক্রমণ কমলেও মার্চের প্রথম সপ্তাহেই ফের ভয়াবহতার চেহারা নিয়েছে করোনাভাইরাস। ভারতে করোনার নতন স্ট্রেন একেবারে জাঁকিয়ে বসেছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। রণবীর কাপুর, সঞ্জয়লীলা বনশালির পর এবার কোভিডে আক্রান্ত হলেন জনপ্রিয় টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। এদিকে চলতি মাসেই ‘অচেনা উত্তম’ ছবির শুটিং শুরু হওয়ার কথা। মহানায়ক উত্তম কুমারের বায়োপিক হতে চলেছে এই ছবি। এখানেই কেন্দ্রীয় চরিত্র সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিকে কোভিডে আক্রান্ত হয়ে পড়েছেন তিনি। তাই শুটিং যে এ মাসে শুরু হচ্ছে না, তা বেশ বোঝা যাচ্ছে।