পঞ্চপান্ডব এর লিজেন্ড ক্যাপ্টেন/বোলার মাশরাফিকে সবাই চেনেন। তবে জানেন কি অতীতে বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে তার পরিচয়? ইন্ডিয়ার বিপক্ষে হারা ম্যাচে দমেন নি মাশরাফি। ম্যাচের শেষ প্রান্তে ৮ টি চার ও ৩ টি ছক্কার মারে চেনান নিজের জাত। টেস্ট ম্যাচে ৬৮ বলে ৭০!! অনিল কুম্বলে, আরপি সিং, জাহির খান, রমেশ পাওয়ার, ইশান্ত শর্মা এমন কি টেন্ডুলকারকেও বাদ দেননি মাশরাফি! সবাইকে দমাদম পিটিয়েছেন ।। ব্যাটসম্যান মাশরাফিকে কে কে মিস করেন? কমেন্টে জানান। সেরা দেখা ইনিংস কোনটি?
Zaheer Khan rocked Bangladesh in both the innings to lead India to a facile win. Mohammad Ashraful and Mashrafe Mortaza hit attacking half-centuries to expose some weak links in the India bowling, but could only delay the inevitable. It was a comprehensive victory no doubt, but there are aspects of the game on which India will have to work hard, especially fielding. Batting looked solid and the bowling had the intensity. As far as Bangladesh are concerned, there is lot to be looked into. They have developed as a ODI unit in the recent times but they are yet to set the world on fire as far as Tests are concerned.
2nd Test, India tour of Bangladesh at Dhaka, May 25-27 2007