বাস-প্রাইভেট কার ও রিকশার গাড়ির দীর্ঘ যানজট, গাড়ির উচ্চ শব্দের হর্ন, ভিড়ের মধ্যে দিয়ে ফুটপাতে মানুষের হেঁটে চলা, রিকশার টুং টাং শব্দ, শপিংমল থেকে রাস্তার পাশের খাবারের দোকানে মানুষের ভিড়, এ যেন ব্যস্ত ঢাকার প্রতিদিনের চিত্র। সপ্তাহের ৭ দিনই এসব চিত্রের সঙ্গে অভ্যস্ত ঢাকাবাসী। তবে রাজধানীতে শনিবারের (১ ফেব্রুয়ারি) চিত্র একেবারেই ভিন্ন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের অনুমোদিত যানবাহনের বাইরে যানচলাচলে নিষেধাজ্ঞা থাকায় চিরচেনা সেই রাজধানীর রূপ বদলেছে। নেই সেই চিরচেনা যানজট, মানুষের ভিড় ও ফুটপাত এবং অলিতে গলিতে অস্থায়ী দোকানগুলো।
বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/national/news/556296