শারীরিক প্রতিবন্ধী নাছির মিয়া ঘরে রাতের খাবার শেষ করে স্ত্রী, চার ছেলে ও এক মেয়েকে রেখে ৮টার দিকে রিকশা নিয়ে বেরিয়ে যান। রাত পৌনে ৩টার দিকে যখন বস্তিতে ফেরেন ততক্ষণে সব পুড়ে শেষ। বসবাসের যে জায়গাটিকে যাওয়ার সময় প্রাণবন্ত রেখে গেছেন, ফিরেই দেখেন সে বস্তির একাংশ কয়লায় পরিণত হয়েছে।
বিস্তারিত-https://www.jagonews24.com/national/news/548712