বকশীবাজার মোড় থেকে আলিয়া মাদরাসা মাঠমুখী রাস্তায় সাইরেন বাজিয়ে টহল দিচ্ছিল বিজিবি ও র্যাবের ডজন খানেক গাড়ি। একই রাস্তা দিয়ে বড় বড় বাস এসে থামছে রাস্তার মোড়ে টানানো নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ লেখা বিশাল আকারের সাইনবোর্ডের পাশে। এ বাসগুলো থেকে দ্রুত নামছেন ইউনিফর্ম পরিহিত ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংক্ষিপ্ত নির্দেশনা পেয়ে তারা কারা সদর অধিদফতরের রাস্তায় হেঁটে রওনা দিচ্ছিলেন।