ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা।
সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেনের আদালতে তিনি সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে তাদের জেরা করেন আসামি ওসি মোয়াজ্জেমের আইনজীবী ফারুক আহম্মেদ। এদিন তার জেরা শেষ না হওয়ায় মঙ্গলবার পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ধার্য করেন। এনিয়ে ১২ জনের সাক্ষ্য শেষ হলো।
বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/law-courts/news/538952