উ. কোরিয়ার দুই কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

SOMOY TV News 2017-12-27

Views 2

ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে নেতৃত্ব দেয়ায় উত্তর কোরিয়ার দুই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার, মার্কিন অর্থ দফতরের পক্ষ থেকে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিম জং সিক এবং রি পিয়ং চোল নামে ওই দুই উত্তর কোরীয় অনেকদিন ধরেই দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়নে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এরা উভয়ই উত্তর কোরীয় নেতা কিম জং উনের ঘনিষ্ট সহকারী এবং বিগত কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় তাদেরকে উনের পাশে থাকতে দেখা গেছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS