ছোট্ট শিশু পার্পেলের ছাদে বৃক্ষের মেলা | jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 1

ছোট্ট শিশু পার্পেল। নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে প্রকৃতির প্রতি ভালোবাসার কথাই বারবার বলল। প্রকৃতির কাছে ছুটে যেতে চায় তার অবুঝ মন। বৃক্ষের কাছে গিয়ে তার গান গাইতে ইচ্ছে করে।

কিন্তু ইট-পাথরের এই শহরে সে প্রকৃতির সান্নিধ্য পায় কোথায়..? যেখানে উঁচু উঁচু দালান দাঁড়িয়ে আছে। তবে আশার কথা হলো যে, এই উঁচু দালান গুলোর ছাদেই এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে "ছাদ কৃষি।"

যেখানে টবে করে গাছ লাগানো‌ যায়। শহরের হাজারো দালানের ভিড়ে যখন গাছের দেখা পাওয়া বেশ দুষ্কর, ঠিক তখন পার্পেলের ছাদে বৃক্ষের মেলা দেখে যেন এক রাশ প্রশান্তির ছোঁয়া লেগে গেছে মনে। চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকার বাগান বাড়িতে চাঁদপুর সরকারী কলেজের শিক্ষক রূপক রায় তার নিজ বাড়ির ছাদে ''ছাদ কৃষি'' করেছেন।

সবুজের সমারোহে থেকে প্রাণ ভরে অক্সিজেন নিতে তার এই প্রয়াস। তারই সুযোগ্য কন্যা পার্পেল। তাদের ছাদে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল, আর ঔষধি বৃক্ষ। রূপক রায় মনে করেন, সবুজের সমারোহে থাকতে পারার মাঝেই আনন্দ লুকায়িত। পেয়ারা আঙ্গুর সহ বিভিন্ন দেশি-বিদেশি ফলের সমারোহ দেখা যায় তাদের ছাদ বাগানে। বেশ কিছু বিদেশি ফলের গাছও দেখা যায় তাদের বাগানে।

থোকায় থোকায় আঙ্গুর গাছে ধরে আছে। পুরো বাগানটি দেখে মনে হয় যেন ফুলের এক স্বর্গ রাজ্য। দেশি-বিদেশি ফুলের সমারোহ মনে খুব সহজেই প্রশান্তির দাগ কাটে। রয়েছে বেশ কিছু সবজির গাছ। গাছে ধরে আছে করলা। প্রকৃতির খুব কাছাকাছি থাকতেই এই "ছাদ বাগান" করার সিন্ধান্ত তাদের। তাদের মনের তৃপ্তি মেটানোটাও মুখ্য বলে মনে করেন রূপক রায়। রূপক রায় বলেন-"গাছের সাথে জীবনের নিবিড় সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত।"

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS