ধ্বংসস্তূপের সামনে কালো পতাকা হাতে ছোট্ট শিশু জারা || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 2

সাত বছরের ছোট্ট শিশু জারা হায়াত খান। কালো রঙয়ের ফ্রক পরিহিত জারার হাতে কালো একটি পতাকা। নির্বাক হয়ে সে তাকিয়ে আছে বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টার নন্দকুমার দত্ত রোডের ওয়াহিদ ম্যানসনের সামনে সেই রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের ধ্বংসস্তূপের দিকে।

আজ (সোমবার) বেলা ১১টায় ছোট্ট একটি শিশুকে কালো পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে ছুটে আসেন গণমাধ্যম কর্মীরা। তারা ভোবেছিলেন শিশুটির আপনজন কেউ মারা গেছে। কিন্তু জানা গেল ঐ দুর্ঘটনায় জারার কেউ মারা যায়নি। টিভিতে আগুনের খবর দেখে সে বাবা কে এম শাহনেওয়াজ ও মা জাহানারা বেগমের কাছে এখানে আসার বায়না ধরে। মেয়ের বায়না মেটাতে ও নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শাহনেওয়াজ সিদ্ধিরগঞ্জের আদমজী থেকে এখানে ছুটে এসেছেন ।

বিস্তারিত-https://bit.ly/2Vg8QL5

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS