বেরসিক কাকের এক ঠোকরে সাতসকালে দরিদ্র ভ্যানচালক শফিকুল ইসলামের সাড়ে ৫ হাজার ডিম ধ্বংস হয়ে গেল। পাঠক হয়তো এ লাইনটি পড়ে নিছক রসিকতা ভেবে বলবেন, কাকের ঠোকরে আবার এতগুলো ডিম ধ্বংস হয় কীভাবে? বাস্তবে এমন এক ঘটনায় ঘটেছে আজ (বুধবার) সকাল সোয়া ৭টায়।
রাজধানীর আজিমপুরের ভিকারুননিসা নূন স্কুলের সামনের রাস্তা দিয়ে অন্যান্য দিনের মতো আজও সাড়ে ৫ হাজার ডিম নিয়ে নবাবগঞ্জ বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক শফিকুল ইসলাম। তিনি লালবাগের নবাবগঞ্জ বাজারে নিয়মিত ডিম সাপ্লাই দেন। ভিকারুননিসা নূন স্কুলের সামনে আসা মাত্র একটি কাক ডিমের খাঁচায় ঠোকর মারে।
বিস্তারিত পড়ুন - https://bit.ly/2FxVDb7