রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে হাঁক ডাক ছেড়ে পাঁচশ টাকায় বিক্রি করা হচ্ছে পাঞ্জাবি। ক্রেতারাও কিনতে ভিড় জমাচ্ছেন দোকানে।
সরেজমিনে রোববার বিকেল ৩টার দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে গিয়ে দেখা যায়, দেইখা লন পাঁচশ’, বাইছা লন পাঁচশ’, নামি দামি ব্র্যান্ডের লন পাঁচশ’, বাহারি ডিজাইনের লন পাঁচশ’, ঈদ উপলক্ষে যেটাই নেবেন পাঁচশ’- এমন হাঁকডাক ছাড়তে। ফুটপাতে বিক্রি হচ্ছে এ পাঞ্জাবি। দূরদূরান্ত থেকে পাঞ্জাবি নিতে এসেছেন অনেকেই। দোকানদারও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। তারা বলছেন, আমরা বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি থেকে পাঞ্জাবি এনে বিক্রি করছি। ক্রেতাও ভালো পাওয়া যায়। কোনো অভিযোগও নেই। তবে এ পাঞ্জাবি বিভিন্ন শোরুমে দুই-তিন হাজার টাকায় বিক্রি হয়।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/504446