বসুন্ধরা শপিংমলে ঈদ কেনাকাটা জমজমাট | jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 1

ঈদ যত ঘনিয়ে আসছে কেনাকাটা তত জমে উঠছে। গতকাল শুক্রবার ছুটির দিনে রাজধানীর বসুন্ধরা শপিং মলে ক্রেতাদের জমজমাট উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। ব্যস্ততম শপিং মল বসুন্ধরায় গিয়ে গতকাল মনে হয়েছে, এ যে বিশাল জনসমুদ্র। এই শপিং মলে লোকসমাগম এতটাই হয়েছিল, এস্কেলেটরে উঠতে, শপিং মলে প্রবেশ করতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছিল।

বসুন্ধরা সিটির বেইসমেন্ট থেকে লেভেল ৭ পর্যন্ত সারি সারি দোকান সাজানো হরেক রকম পণ্যে। কী নেই এই পণ্য তালিকায়! টিভি থেকে শুরু করে মেয়েদের পোশাক, শাড়ি, জুতা-স্যান্ডেল, প্রসাধনী, গয়না, চশমা, ঘড়ি, মোবাইল ফোন, বাচ্চাদের খেলনা, শোপিস, ছেলেদের পোশাক, গৃহস্থালিসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সম্মিলন এই মলে। নামিদামি ব্র্যান্ড থেকে শুরু করে স্থানীয়ভাবে উৎপাদিত ও আমদানি করা সব ধরনের পণ্য বিক্রি হচ্ছে। ক্রেতা শুধু উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্তই নয়, মধ্যবিত্ত এমনকি নিম্ন মধ্যবিত্তের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বসুন্ধরা। ফলে সারা বছরই ক্রেতার পদচারণে মুখরিত থাকে বসুন্ধরা শপিং মল।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS