রাজধানীর অন্যতম বৃহৎ শপিং মল বসুন্ধরা সিটি। মূল গেট দিয়ে ঢোকার পথে নিরাপত্তাকর্মীদের তল্লাশি শেষ ভেতরে প্রবেশ করতেই দেখা গেল ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতা-দর্শনার্থী বেশ ভিড়। তবে ১৫তম রোজায় ঈদের কেনাকাটা ঠিক যেমনটা জমে ওঠার কথা এখনও সেভাবে জমে ওঠেনি।
এক জায়গায় সব কেনাকাটা করতে রাজধানীবাসীর কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত শপিং মলগুলোর একটি এই শপিং মল। বছরজুড়েই এখানে ক্রেতাদের ভিড় থাকে। আর ঈদের সময় প্রতিবার ঈদের কেনাকাটায় আরও জমজমাট হয়ে ওঠে শপিং মলটিতে। প্রবল ভিড় ঠেলে ভেতরে ঢুকেও মানুষের ভিড়ে হারিয়ে যায় ক্রেতা দর্শনার্থীরা। তবে এবার অর্থাৎ ১৫ রমজানে এসেও এই দৃশ্য কিছুটা ভিন্ন। অন্যান্য বারের মতো তেমন একটা ক্রেতাদের ভিড় নেই শপিং মলটিতে। আবার কিছু কিছু শোরুম-দোকানে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। পুরো বসুন্ধরা শপিং মল ঘুরে দেখা যায়- কোথাও ক্রেতা বেশি, কোথাও কম....