শরীয়তপুরের গোসাইরহাটে মতিউর রহমান ফকির নামে এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অনৈতিক কাজের প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। এতে রাজি না হলে তাকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলবেন বলেও হুমকি দিয়েছেন ওই শিক্ষক। সেই ভয়ে গত এক সপ্তাহ ধরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই ছাত্রী।
অভিযুক্ত মতিউর রহমান ফকির উপজেলার ইদিলপুর ইউনিয়নে অবস্থিত ৬৬ নং বিনটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ভুক্তভোগী ওই ছাত্রী একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহেশ্বরপট্রি গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ছাত্রী ও তারর পরিবার জানায়, গত মার্চ মাস থেকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান ফকির বিভিন্ন সময় পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়েছেন। এতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার ওই ছাত্রী বিদ্যালয়ে গেলে আবার তাকে অনৈতিক কাজের প্রস্তাব দেন শিক্ষক মতিউর রহমান ফকির। এতে রাজি না হলে মেয়েটির মুখ চেপে ধরে বিদ্যালয়ের দোতলায় নিয়ে যান মতিউর রহমান ফকির এবং বলেন- ‘যদি রাজি না হছ, তাহলে দোতলার ছাদ থেকে ফেলে দেব। জানি তোর মৃগী রোগ আছে, মরে গেলে আমার দোষ হবে না।’
বিস্তারিত পড়ুন - https://bit.ly/2UPwi6c